গুজব ঠেকাতে পুলিশের নতুন ইউনিট আসছে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে পুলিশের নতুন একটি ইউনিট আসছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেই ইউনিটটি চালু হবে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় এপিবিএন মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জাবেদ পাটোয়ারী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব ঠেকাতে সামগ্রিকভাবে নতুন একটা ইউনিট করা হচ্ছে। এটি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড় পেলেই আমরা ইউনিটটির মুখ দেখতে পাবো। জনবলও আমাদের রয়েছে। আমরা নিজেদের প্রস্তুত করছি। সক্ষমতা বৃদ্ধি করছি।
গুজব ও সাইবার অপরাধের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে একটি সমন্বয় সেল গঠন করা হয়েছে জানিয়ে জাবেদ পাটোয়ারী বলেন, এসব অপরাধের মামলা যাতে সব সময় মনিটর করা যায়, তা কয়েকদিন যাবতই করছি এবং কেন্দ্রীয়ভাবে পুলিশ হেডকোয়ার্টার্সে একটি সমন্বয় সেল করেছি।
‘এই সেল সকল ইউনিটের যেসব কর্মকাণ্ড রয়েছে তা মনিটর করবে, আমাদেরকে অবহিত করবে যাতে কেউই কোন অবস্থায় গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে।’
এসএ