২৪ ঘন্টায় দেশে আক্রান্ত ১০৪১, মৃত্যু ১৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০৪১ জন। একই সময়ে মৃত্যুবরণ করেছেন ১৪ জন।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ৭৩৯২ জনের পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় উপরের ৭৩৯২ রোগী সনাক্ত হয়েছে। নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮৮৬৩ জন। আর এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৮৩।