ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


আজ মালয়েশিয়া থেকে ফিরছে একজনের লাশ ও ১৫৭ বাংলাদেশি


১৩ মে ২০২০ ১৭:২৬

মালয়েশিয়া থেকে আজ বুধবার (১৩ মে) দেশে ফিরছে একজনের মরদেহ ও ১৫৭ জন বাংলাদেশি। আন্তর্জতিক ফ্লাইট স্থগিতের মধ্যেও জিডি সহায়তার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়, কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সেখানে আটকা পড়ে বাংলাদেশিদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করছে বলে জানা গেছে। তাদেরকে ফিরিয়ে আনার জন্য একটি যাত্রীবাহী চার্টার্ড বিমান ভাড়া করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।