ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোগান্তি বাড়ছে


২৯ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৪১

পদ্মায় পানি কমে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নাবত্য সংকট দেখা দিয়েছে। ফেরি চলাচলের চ্যানেল স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ চ্যানেলে ড্রেজিং শুরু করেছে। ফলে নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় পারাপারে অপেক্ষায় যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

যাত্রীবাহী বাস, জরুরি পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপারের সুযোগ পাওয়ায় সাধারণ পণ্যবাহী ট্রাক চালক ও শ্রমিকেরা দীর্ঘ ভোগান্তিতে পড়েছেন। আধাঘণ্টার নৌরুট পারাপারের জন্য অপেক্ষা করতে হচ্ছে কয়েক ঘণ্টা।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দায়িত্বরত ব্যক্তিরা জানান, শনিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত উভয় নৌরুট এলাকায় অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস।

পদ্মায় পানি কমে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার চ্যানেলে নাব্যতা সংকট সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি চলাচলের চ্যানেল স্বাভাবিক রাখতে ড্রেজিং শুরু হয়েছে বলে জানান রাজাবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ।

এদিকে মাওয়া ঘাট বন্ধ থাকায় অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে। ফলে নৌরুট পারাপার হতে আসা যানবাহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এ নৌরুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। যার আড়াইশ-ই সাধারণ পণ্যবাহী ট্রাক।

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, একদিকে নাব্যতা সংকট। অপরদিকে স্বাভাবিকের চেয়ে বাড়তি রয়েছে যানবাহনের চাপ। এতে করে যানবাহন পারাপারে কিছুটা ভোগান্তি হচ্ছে।

তিনি জানান, সবশেষ পাটুরিয়া ফেরিঘাটে আড়াই শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক ও ৫০টির মতো যাত্রীবাহী বাস নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

আইএমটি