ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ফের শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ


২৮ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫১

পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে কয়েকদিন ধরেই ফেরি চলাচল ব্যহত হচ্ছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কাঁঠালবাড়ী ফেরি ঘাটের বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা-কর্মচারীরা বলেন, আজ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ফেরি চলবে কি না সে বিষয়ে আমরা নিশ্চিত নই।

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে (কাঁঠালবাড়ী থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো যে পথ দিয়ে মূল পদ্মায় প্রবেশ করে) সেই স্থানগুলোতে পানির স্তর হ্রাস পেয়েছে। ফলে ধারণক্ষমতার চেয়েও কম পরিবহন নিয়েও ডুবোচরে আটকে যাচ্ছে ফেরি।

এদিকে, চ্যানেলে নাব্যতা সংকট নিরসনে খননকাজ চললেও ফেরি চলাচলের জন্য স্বাভাবিকতা ফিরে আসেনি।

আইএমটি