ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


দেশে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নেই: মুক্তি কাউন্সিল


২৮ সেপ্টেম্বর ২০১৮ ০২:১২

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দেশে আজ জনগণের সভা-সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা কার্যত কেড়ে নেওয়া হয়েছে। সংবিধানে সভা-সমাবেশ করার স্বীকৃতি থাকলেও পুলিশের নির্দেশ ছাড়া কোথাও সমাবেশ করা যায় না। এমন কি ঘরে বসে কোন বৈঠক করলেও পুলিশী হয়রানির শিকার হতে হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জাতীয় মুক্তি কাউন্সিলের সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, বর্তমান ক্ষমতাসীনরা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। সভা সমাবেশ পুলিশি বাধা, বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম সমাজে আতঙ্ক সৃষ্টি করেছে। মিথ্যা মামলা দিয়ে দেশের বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

তারা আরো বলেন, সড়কে দুর্ঘটনা নামে হত্যার প্রতিবাদে ঢাকা সহ শিক্ষার্থীরা ইউ ওয়ান জাস্টিস বলে রাস্তায় নেমে আসে প্রবল আন্দোলন ও জনগণের দাবি সত্ত্বেও সরকার নৌ মন্ত্রীকে বহিষ্কার করেনি।

নেতারা বলেন, সড়কে হত্যার প্রতিবাদে ছাত্র ছাত্রীদের আন্দোলন এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার যেভাবে দমন করেছে তা জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।

তারা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন‍্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, দেশে আজ শাসক শ্রেণীর ক্ষমতা বহির্ভূত রাজনৈতিক দলগুলো সরকারের পদত্যাগ, নির্বাচনের পূর্বে জাতীয় সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন সরকার গঠন ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি তুলেছে। এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে।

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম সচিব চাকমা সহ নেতাকর্মীরা।

আইএমটি