ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


২৫ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী


২৪ মার্চ ২০২০ ০০:৩৩

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৫শ’ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। এছাড়া আগামী ২৫ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষন দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান তিনি। এদিকে ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

সেদিন সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে। প্রধানমন্ত্রী এর আগে গত ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।


সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।