ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


করোনা: এপ্রিলে ভয়াবহ রূপ ধারণ করবে


২২ মার্চ ২০২০ ২১:২৬

ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন বলেছেন, বিভিন্ন সংস্থার মতে আগামী ১ এপ্রিল থেকে করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করার আশঙ্কা, প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ।

রোববার দুপুরে সিটি করপোরেশন সভাকক্ষে পরিস্থিতি মোকাবেলায় এক জরুরি সভায় তিনি একথা বলেন।

মেয়র বলেন, দক্ষিণ সিটি করপোরেশন গঠিত কমিটিকে নিয়ে পর্যালোচনা করে আরো শক্তিশালী করতে। সময় খুব কম, তাই নৈতিকতার

‘এদিক থেকে সবাইকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান মেয়র’

তিনি বলেন, পরিস্থিতি গুরুতর আকার ধারণ করার আগে পর্যাপ্ত হাসপাতাল ও আইসোলেশনের ব্যবস্থা আছে কিনা, তাও গুরুত্ব দিয়ে দেখা জরুরি।

তিনি আরও বলেন, প্রবাসীরা অবাধে বিচরণ করার মাধ্যমে করোনা ছড়িয়ে ব্যাপক প্রাণহানি ঘটার দৃশ্যপট তৈরি হয়েছে। প্রবাসীদের দেশে এসে অবাধ বিচরণের সুযোগ দেয়া ছিল মারাত্মক ভুল।

তিনি সিটি করপোরেশন এলাকার করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে গঠিত কমিটি রিভিউ করে শক্তিশালী কমিটি গঠন করা দরকার বলে মত দেন মেয়র।

নতুনসময়/আনু