ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন ১৪৩২


চার দেশ ছাড়া বাংলাদেশে থেকে আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বাতিল


২২ মার্চ ২০২০ ০০:১৭

করোনাভাইরাস প্রতিরোধে চার দেশ ছাড়া বাংলাদেশে থেকে আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বাতিল করা হয়েছে। নিষেধাজ্ঞার বাইরে রয়েছে চীন, ব্রিটেন, হংকং ও থাইল্যান্ড।

আগামী ৩১ মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। শুধু বাংলাদেশই নয়, করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ উদ্বেগজনকহারে করোনা ছড়িয়েছে এমন দেশগুলোর ওপর বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে।

বাংলাদেশে এখন পর্যন্ত ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। মারা গেছে একজন। এখন পর্যন্ত দেশে আইসোলেশনে আছেন ৩০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৪ জন।

নতুনসময়/আনু