রাজধানীর মিরপুরে করোনা ভাইরাসে একজনের মৃত্যু, ভবন লকডাউন

রাজধানীর মিরপুর টোলারবাগে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। বিদেশ ফেরত সন্তানের কাছ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এ খবর জানাজানির পর থেকেই মিরপুরে ব্যাপক আতংক সৃষ্টি হয়েছে।
শনিবার দুপুরে সামাজিক গণমাধ্যমে একটি এ নিয়ে বিভিন্ন ছবি ও পোষ্ট ভাইরাল হওয়া শুরু হয়। ওই পোষ্টে বলা হয়, ওই ব্যাক্তি তার বিদেশ ফেরত সন্তানের কারণে করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডেল্টা হাসপতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।বাড়িতে ওই রোগী বসবাস করতেন সেখানে প্রায় ৩০ টি পরিবারকে পুলিশ লকডাউন করে দিয়েছে।পুলিশের গাড়ীসহ একটি ছবি ভাইরাল হলেও স্বাস্থ্য কর্তৃপক্ষ এর সত্যতা স্বীকার করেনি।
তবে শনিবার (২১ মার্চ) দুপুরে মাহখালীতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনাভাইরাস সম্পর্কিত সংবাদ সম্মেলনে করোনায় আরেকজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২০ জনের মত। আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৪। এছাড়া আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় দেশে মৃত্যের সংখ্যা দাড়ালো ২।