ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন ১৪৩২


বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও স্বাস্থ্যসেবা


১৮ মার্চ ২০২০ ২২:৩৮

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বাংলাদেশ সামাজিক-সাংস্কৃতিক সংসদ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানী ঢাকার মিরপুরে ইউনিসেফ প্রজেক্ট সুরভি স্কুলের সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেয়। তাদের ফ্রি ব্লাড গ্রুপিং এবং স্বাস্থ্য উপকরণ ও খাবার বিতরণ করা হয়।

সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এস এম আলী আজম কর্মসূচির উদ্বোধন করেন। বক্তব্য দেন সুরভি স্কুলের শিক্ষিকা রুপালী জাহান, সুমাইয়া ইসলাম, সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান রাফি, সিনিয়র সহ সভাপতি প্রত্যয় বিশ্বাস, সহ সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বৃষ্টি ভদ্র সিমন্তী এবং সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের আহবায়ক নিলয় পারভেজ। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আফিফা তাবাসসুম, দপ্তর সম্পাদক লামিয়া আহমেদ, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক আবু জাহের রানা, সাংস্কৃতিক সম্পাদক আদিবা আজম মাটি, সহ সাংস্কৃতিক সম্পাদক সৌগত মুনির বর্ণ, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক সারোয়ার রহমান দীপ্ত, সহ অনুষ্ঠান সম্পাদক সিফায়েত সাকিব, সহ রক্তদান সম্পাদক ইসতিয়াক আহমেদ ফারদিন, কার্যনির্বাহী সদস্য নাফিস রাইয়ান ওমি ও রজনীগান্ধা সরকার।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে লাবনী আক্তার, রামিম ও তানজিনা আক্তার। কবিতা আবৃত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে তানজিনা আক্তার, লাবনী আক্তার ও সাকিবুল হাসান শাওন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে সজীব, রত্মা আক্তার ও মো. ইমরান। রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে সজীব, আবদুল্লাহ শিকদার ও সাকিবুল হাসান।

এআর