ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন ১৪৩২


থান্ডারস ক্যাম্পেইনে ২৬ জন পেলেন মোটর সাইকেল


১৫ মার্চ ২০২০ ২০:৩৩

‘কারেন্ট খাও, বাইক জেতার সুযোগ পাও' নামের থান্ডারাস ক্যাম্পেইনে অংশ নিয়ে বিজয়ী হওয়া প্রথম ২৬ জন ভাগ্যবানের নাম ঘোষণা করেছে কোকা-কোলা বাংলাদেশের অন্যতম কার্বনেটেড বেভারেজ ‘থামস আপ কারেন্ট’।

বিজয়ীরা হলেন, রাজধানীর উত্তরা আজমপুরের মো. জুনায়েত, ঢাকা মধ্য বাড্ডার তানিয়া বেগম, কুমিল্লার নূরপুরের হাবিবুর রহমান পরশ, ঢাকা তেজগাঁওয়ের সেলিম সর্দার, চাঁদপুরের হাজীগঞ্জের রেদোয়ান হোসাইন, ঢাকা ফার্মগেট এলাকার শাহনাজ বেগম, মিরপুর-১২ এলাকার আশিকুর রহমান আশিক, টাঙ্গাইলের নাগরপুরের মো. আজাদ হোসাইন, ঢাকা ধানমন্ডির ফারুক হোসেন এবং কুড়িল বিশ্বরোড এলাকার হাফিজুর রহমান রুবেল।

সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশে দুই দফায় ২৬ জন বিজয়ীর প্রত্যেকের হাতে ১৫০ সিসি’র ‘ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন ২ডিডি’ মডেলের একটি করে মোটরসাইকেলের চাবি তুলে দেয়। গত ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া ৬০ দিনের এই ক্যাম্পেইনটি চলবে আগামী মধ্য এপ্রিল পর্যন্ত। এই সময়ে শুধুমাত্র থামস আপ কারেন্ট’ এর ২৫০ এমএল সাইজের সোনালী ক্যাপযুক্ত পিইটি বোতল কিনে ৪টি ক্যাপের নিচে লেখা অক্ষর সংগ্রহ করে ‘কারেন্ট’ (ঈট, জজ, ঊঘ, ঞ) শব্দটি মিলিয়েই মোট ৬০ জন বিজয়ীর প্রত্যেকে জিতে নিতে পারেন একটি করে ১৫০ সিসি’র ‘ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন ২ডিডি’ মডেলের দুর্দান্ত গতির মোটরসাইকেল এবং সেই সাথে নিশ্চিত ১০ টাকা রিচার্জ।