ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


দুপুর থেকে যে সব এলাকায় গ্যাস থাকবে না


১২ মার্চ ২০২০ ২১:০৯

রাজধানীর ৮টি এলাকায় আজ বৃহস্পতিবার ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

গ্যাসের স্বল্প চাপ সমস্যা নিরসনের লক্ষ্যে পাইপলাইন স্থানান্তর-পুনর্বাসন কাজের জন্য এই সরবরাহ বন্ধ থাকবে বলে তিতাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনের লক্ষ্যে গেন্ডারিয়া, ধুপখোলা, দয়াগঞ্জ, শান্তিভূষণ লেন, সাধনা গলি, ডিস্টিলারি রোড, হাজী আজগর আলী হাসপাতাল এবং ওসব স্থানের আশপাশের এলাকায়
আজ দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ৩ ঘণ্টা সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

নতুনসময়/আনু