মেহেরপুরে শ্বাসরোধে সার ব্যবসায়ীকে হত্যা
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে খুন হয়েছেন তেল-কীটনাশক ও সার ব্যবসায়ী সুবল কুরি (৬৫)। শনিবার সন্ধ্যারাতে টাকা-পয়সা লুটে নিতে বাড়ির নিচতলায় দোকানঘরে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে দুই বস্তা সার চাপা দিয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন পুলিশ ও পরিবারের সদস্যরা। রাত নয়টার দিকে দোতলার ঘরে না ফেরায় নিহতের স্ত্রী নীচে নেমে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
স্থানীয় মহাজনপুর ইউপি সদস্য জহুরুল ইসলাম স্বপন জানান, মহাজনপুর গ্রামের মৃত বুধু কুরি’র ছেলে ছয় কন্যার জনক সুবল কুরি মেয়েদের বিয়ে দিয়ে নিজের দোতলা বাড়ির নিচতলায় তেল-বিষ ও সারের ব্যবসা করতেন। ঘটনার রাতে দোকানের ভেতরে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা টাকা-পয়সা ছিনতাইয়ে উদ্দেশ্যে তার হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর মরদেহ দুই বস্তা সার চাপা দিয়ে পালিয়ে যান। রাত নয়টার দিকে তার স্ত্রী তাকে নিচে ডাকতে নেমে মরদেহ পড়ে থাকতে দেখেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা নেওয়ার উদ্দেশ্যে তাকে খুন করা হতে পারে। তার হাত-পা বাঁধা এবং দু’বস্তা সার তার শরীরে চাপা দেওয়া ছিল।
এআর
