ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২


মুজিববর্ষে কেউ যাতে গৃহহীন না থাকে: প্রধানমন্ত্রী


৮ মার্চ ২০২০ ০১:৪৭

মুজিববর্ষে দেশের কোনো নাগরিক যেন গৃহহীন না থাকে নেতাকর্মীদের তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ৭-ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আলোচনাসভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।


এসময় শেখ হাসিনা বলেন, এ ভাষণ সাহসের পাশাপাশি পরাধীনতার শৃঙ্খল ভাঙতে শক্তি যুগিয়েছিলো জাতিকে। চেষ্টা চলেছে সেই ইতিহাস মুছে ফেলার। যদিও দেশের ইতিহাসে জাতির পিতার ভূমিকার কথা চেপে রাখা যায়নি।

অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ উদ্দীপ্ত করেছিলো জাতিকে-সেই দিনটিকে প্রতি বছর নানা আয়োজনে পালন করে বাংলাদেশ।

ঐতিহাসিক সেই ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের আলোচনাসভায় প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক এই ভাষণটির প্রতিটি লাইন গুরুত্বপূর্ণ। জাতির পিতা মুক্তির মন্ত্র পুরে দিয়েছিলেন ভাষণের ছত্রে ছত্রে।

অথচ এক সময় এই ভাষণের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার ঘৃণ্য চেষ্টা হয়েছিলো বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যারা এই অপচেষ্টা করেছিলো তাদের আজ লজ্জা পাওয়া উচিত।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণের গুরুত্ব বুঝেছে বিশ্ব। তাইতো ইউনেস্কো এর স্বীকৃতি দিয়েছে। আলোচনাসভায় আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে একটি বিশেষ দাবি করেন শেখ হাসিনা। মুজিব বর্ষে দেশের কোন মানুষ যেন গৃহহীন না থাকে, তা নিশ্চিত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭ই মার্চের ভাষণ শুধু বাঙালি জাতিকে নয়, যুগ যুগ ধরে বিশ্বের মুক্তিকামী জনতাকে প্রেরণা যোগাবে।