ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২


সেনাবাহিনীকে ১০টি কুকুর উপহার দিলো ভারত


৪ মার্চ ২০২০ ২০:৫৬

বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১০টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বুধবার (৪ মার্চ) দুপুর বেনাপোল চেকপোস্টে কুকুরগুলো হস্তান্তর করা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাষাড়া সেনানিবাসে আনা হয়। পরে আজ দুপুর কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে বাংলাদেশে দ্বিতীয় চালানে মোট ২০টি কুকুর এলো। এর আগে গত বছরের ৭ ডিসেম্বর ১০টি কুকুরের আরও একটি চালান এসেছিল।

বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মিজানুর রহমান বলেন, ভারতীয় সেনাবাহিনীর উপহার দেওয়া প্রশিক্ষণপ্রাপ্ত ১০টি কুকুর আমরা গ্রহণ করেছি। প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরগুলো মাদক, অস্ত্র ও দুষ্কৃতিকারী শনাক্ত করতে সক্ষম।

নতুনসময়/আনু