ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২


কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু


৪ মার্চ ২০২০ ১৯:০২

রাজধানীর কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় রত্না আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে রবিন জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ ভৈরব উপজেলার বাজিতপুর গ্রাম। তারা দুইভাই। বাবার নাম লিটন মিয়া, তিনি বেঁচে নেই। তারা কারওয়ানবাজার মাছের আড়তের সামনে থাকেন। তার মাথায় একটু সমস্যা ছিলো। তিনি মাছের আড়তেই কাজ করতেন।

পথচারী রনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে মাছের আড়তের সামনের সিগন্যালের পাশে আইল্যান্ডে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। এসময় টঙ্গীগামী পারাবত এক্সপ্রেস নামে একটি ট্রেনে ঝুলিয়ে রাখা বাইসাইকেলের সঙ্গে ধাক্কা গেলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

নতুনসময়/আনু