ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন ১৪৩২


২০২৪ সালের মধ্যে পদ্মা ব্রিজের রেল অংশ চালু হবে: রেল সচিব


৪ মার্চ ২০২০ ১৮:৪৪

২০২৪ সালের মধ্যে পদ্মা ব্রিজের রেল অংশ চালু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রেলের অতিরিক্ত সচিব গোলাম ফখরুদ্দিন এ চৌধুরী।

মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু এবং রেলের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে এসে মঙ্গলবার সকালে এসব কথা বলেন তিনি।

ফখরুদ্দিন এ চৌধুরী বলেন, করোনাভাইরাসের কারণে জনবল এবং যন্ত্রপাতির কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে তা সমাধানে কিছু পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রদূত লি জি মিং। তিনি বলেন, চায়না ইতোমধ্যে করোনোভাইরাস মোকাবেলায় সক্ষম হচ্ছে এবং শিগগিরই বাণিজ্যে ফিরে আসছে।

তিনি আরও বলেন, অনেক দেশেই করোনাভাইরাস ছড়িয়ে পরেছে। দেশের প্রতিটি বন্দরেই শুধু চীনা নাগরিককে নয়, প্রতিটি মানুষকে স্ক্র্যানিংয়ের আওতায় এনে করোনাভাইরাস আছে কিনা তা নিশ্চিত করতে হবে।

নতুনসময়/আনু