বেগমগঞ্জে পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত মা- মেয়ে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকা ও তার দুই বছর বয়সী এ মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ নিহতের আরও দুই মেয়ে।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার চৌরাস্তার উত্তর পাশের ছালামের দোকান এলাকায় সোনাইমুড়ি-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিরওয়ারিশপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রানী মজুমদার ও তার দুই বছরের মেয়ে নিধি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার সময় চৌমুহনী থেকে সিএনজি অটোরিকশায় আপানিয়ায় যাওয়ার সময় ছালামের দোকান নাকম স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাদের চাপা দেয়। এ সময় ওই স্কুল শিক্ষিকার আরো এক মেয়ে মেঘা আহত হয়। আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।
নতুনসময়/আনু