ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২


রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন গ্রেড মুলার


২৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৬

জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন।

এছাড়া তিনি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

ঢাকার জার্মান দূতাবাস জানিয়েছে, জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার মঙ্গলবার ঢাকায় এসেছেন। তিনি আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার যাবেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। তিনি গাজীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন ও পোশাক শিল্প শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

ড. গ্রেড মুলার দু’দিনের সফর শেষে বুধবার বিকেলে বাংলাদেশ ছাড়বেন।

নতুনসময়/আনু