ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


মিরপুরে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ


২৪ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫৩

রাজধানীর মিরপুর ১০ নম্বর, পশ্চিম শেওড়াপাড়া, তালতলা, আগারগাঁওসহ আশপাশের এলাকায় আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সঞ্চালন ও বিতরণ কর্তৃপক্ষ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত সংসদ ভবন এলাকা, মনিপুরীপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর ১০ থেকে মনিপুরীপাড়া সংযুক্ত আশপাশের এলাকায় সব আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

নতুনসময়/আনু