ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


ওবায়দুল কাদের সুস্থ, আরও বিশ্রাম প্রয়োজন


৩ ফেব্রুয়ারি ২০২০ ০২:১২

ছবি সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সুস্থ আছেন।

স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় গতকাল শনিবার (২ ফেব্রুয়ারি) তাঁকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) হতে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আলী আহসান জানিয়েছেন, জনাব কাদের পুরোপুরি সুস্থ তবে তাঁর আরও বিশ্রাম প্রয়োজন।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি সকাল সাড়ে দশটায় ঠান্ডাজনিত শ্বাসকষ্ট নিয়ে ওবায়দুল কাদের এমপি বিএসএমএমইউ’তে ভর্তি হন।