ঢাকা মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২


সংসদ সদস্য পদ থেকে তাপসের পদত্যাগ


৩০ ডিসেম্বর ২০১৯ ০৯:০৬

সংগৃহিত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন শেখ ফজলে নূর তাপস।

স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে রোববার দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন। তাপস ঢাকা-১০ আসনের সংসদ সদস্য।

স্পিকারের দফতর থেকে জানানো হয়েছে, বেলা দেড়টার দিকে শেখ ফজলে নূর তাপস স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইতোমধ্যে তা গ্রহণ করা হয়েছে। যেকোনও সময় তার আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে।

সিটি কর্পোরেশন আইন অনুযায়ী, সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে হলে কোন সংসদ সদস্যকে সংসদ থেকে পদত্যাগ করতে হয়।