ঢাকা মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২


২০ লাখ টাকার হেরোইন ফেলে পালালো চোরাকারবারী


১ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪১

রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধাওয়া খেয়ে ১ কেজি হেরোইন ফেলে পালিয়েছে চোরাকারবারী। শনিবার সকাল ৮টার দিকে গোদাগাড়ির চর আষাড়িয়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। 
 
বিজিবি-১ এর অধিনায়ক লে: কর্ণেল শামীম মাসুদ আল ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর সাহেবনগর বিওপির নায়েব সুবেদার আরশাদ আলীর নেতৃত্ব পাঁচ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা একটি ব্যগ থেকে ৯৬৫ গ্রাম ভারতীয় হেরোইন ফেলে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ৩০ হাজার টাকা।
 
বিজিবি অধিনায়ক বলেন, জব্দকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা ধংস করা হবে।
 
আরআইএস