ঢাকা সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


সুষমা স্বরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


৭ আগস্ট ২০১৯ ১৯:১২

ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন তিনি।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (সুষমা স্বরাজ) বাংলাদেশের ভালো বন্ধু ছিলেন। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ একজন ভালো বন্ধুকে হারালো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ তার অবদানকে স্মরণ করবে।’

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তার প্রেস সেক্রেটারি ইহসানুল করিম এসব তথ্য জানিয়েছেন।