ঢাকা সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


২৪ ঘণ্টায় রেকর্ড ২৩৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


৭ আগস্ট ২০১৯ ০২:২০

ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ২৩৪৮ জন রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।

কন্ট্রোল রুমে সূত্রে জানা গেছে, সরকারি হিসাবে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২৩৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, আসন্ন ঈদুল আজহায় ঢাকা থেকে প্রায় অর্ধকোটি মানুষ ঢাকা ছাড়বে। তখন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই জ্বরে আক্রান্তদের ঈদে রাজধানী না ছাড়তে পরামর্শ দিয়েছেন তারা।