ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


ডেঙ্গু আক্রান্ত মনোয়ারার মৃত্যু


৬ আগস্ট ২০১৯ ২২:০৩

ছবি সংগৃহিত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মনোয়ারা বেগম (৭৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন ওই নারীর মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দিন জানান, ওই নারীর বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। থাকতেন মিরপুর ২ নম্বরে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

গত ৩ আগস্ট মনোয়ারাকে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।