ঢাকা সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


মশককর্মীদের জিপিএস ট্র্যাকিংয়ের আওতায় আনা হবে


৩ আগস্ট ২০১৯ ০৪:২০

আগামী সোমবার থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাজ করা হবে। এছাড়া (ডিএনসিসি) মশককর্মীদের জিপিএস ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (২ আগস্ট) সকালে উত্তরার নবাব হাবিবুল্লাহ স্কুল প্রাঙ্গণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সচেতনতামূলক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধে যুবকদের সম্পৃক্ত করতে হবে। সকলের সচেতনতাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ সম্ভব।

এ সময় অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুবকদের নিয়ে এরই মধ্যে ৫৪টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করতে শুরু করেছে। অতিশীঘ্রই সকলের চেষ্টায় ডেঙ্গু মোকাবেলা সম্ভব হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ফারুক আহমেদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।