ঢাকা সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত উদ্যেগ: মেয়র খোকন


১ আগস্ট ২০১৯ ০২:১৮

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যেগের বিকল্প নেই উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। দিন দিন এ পরিস্থিতি জটিল হচ্ছে।

বুধবার ঢাকা মহানগর মহিলা কলেজের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। নগর কর্তৃপক্ষ সর্বশক্তি দিয়ে এটি মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছে। জনগণও ধীরে ধীরে এ বিষয়ে সচেতন হচ্ছে।

মেয়র বলেন, আশা করছি সরকারি-বেসরকারী সকলের সম্মিলিত উদ্যোগে আমরা দ্রুতই এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবো। আমরা ভবন মালিকদের বারবার আহ্বান জানানো সত্ত্বেও অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন না। আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। নির্মাণাধীন ভবন মালিকরা সচেতন না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নগর কতৃপক্ষ একটুও পিছপা হবে না।

এসময় শিক্ষার্থীদের জন্য কর্পোরেশনের পক্ষ থেকে বিনামূল্যে এরোসল বিতরনের অংশ হিসেবে কলেজ অধ্যক্ষের হাতে এরোসলের কার্টুন তুলে দেন মেয়র।