ঢাকা সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


সমালোচনার মুখে রাতেই দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী


১ আগস্ট ২০১৯ ০১:৩২

সমালোচনার মুখে অবশেষে মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ রাতেই তিনি দেশে ফিরছেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম।

তিনি বলেন, মন্ত্রী আজ রাতে দেশে ফিরবেন। আগামীকাল বৃহস্পতিবার দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিং করবেন। সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জানাতেই মন্ত্রীর এই সংবাদ ব্রিফিং।

দেশে ডেঙ্গুর মহামারী পরিস্থিতিতে সরকার যখন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করেছে। তখন সপরিবারে ব্যক্তিগত সফরে মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেখান থেকে ৪ আগস্ট দেশে ফেরার কথা ছিল তার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র সমালোচনা শুরু হয়। ধারনা করা হচ্ছে এ কারণে আজ রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী।