ঢাকা মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২

চিঠি


২৪ অক্টোবর ২০১৮ ২০:৫২

প্রতীকী ছবি

চিঠি

চিঠি আসে রোজ
নাওনা তবুও খোঁজ
ইচ্ছে আসুক উড়ে
মন যাক দূরে।

কাছে আমার এলে
এইযে দুস্টু ছেলে
সমুদ্রে দেবে পাড়ি
নইলে নেব আড়ি

আসবি ফিরে ইছামতী
ইচ্ছে হয় যদি
সাথে নিবি আলো
ঘুচিয়ে দিবি কালো ।

চোখ জুড়ে ঘুমু
নইলে দেব চুমু
জুঁই বানিয়ে কেশে
বিদায় দেব শেষে।