ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২

অসুখ


২৭ সেপ্টেম্বর ২০১৮ ০১:৪৮


অসুখ
মন তো একটাই তবে অসুখের সংখ্যা এত বেশি কেন?
স্লিপিং পিল খেয়ে নিলেই ওসব সস্তা অসুখেরা উবে যাবে।
তখন বিনিদ্রায় কেটে যাওয়া রাতের জন্য আফসোস হবে ।

এত ঘুম থাকতে অযথাই অযোগ্য
মানুষের জন্য সময় বিলিয়ে দিয়েছি অসহ্য যন্ত্রণার হাতে।
অথচ আজ বেডরুমে কেবল স্লিপিং পিলের উৎসব
তাতে অতিথি এসেছেন দুজন আমার ঝলসে যাওয়া মন আর দুটো চোখ
এল উৎসবে তলিয়ে গেল আর কিচ্ছু মনে নেই।

স্লিপিং পিলের আশ্চর্য ক্ষমতা অবাধ্য মন চোখ বেধে রাখতে পারে।
ধুলোয় যাক রাজ্যের বিরক্তিকর যত উপাদান।
স্লিপিং পিলের ডানায় ভর করে রাজ্যের
সব ঘুম নামুক শান্তি আসুক মনের অসুখ কমুক।

এসএমএন