ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


ফারুকের মনোনয়নপত্র বাতিল চেয়ে আনা রিট খারিজ


২৭ ডিসেম্বর ২০১৮ ০৬:২৬

চিত্র নায়ক ফারুক

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন পাঠানের (চিত্রনায়ক ফারুক) মনোনয়নপত্র বাতিল চেয়ে আনা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।


একই আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এ রিটটি করেছিলেন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।


আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি এর্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু।