ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


বিধি প্রণয়ন ছাড়া পানির দাম বৃদ্ধি নয় : হাইকোর্ট


১৬ মার্চ ২০২৩ ২৩:২৫

‘বিধি প্রণয়ন ছাড়া ওয়াসার পানির দাম বাড়ানো যাবে না’ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত দুটি রিট নিষ্পত্তি করে বৃহস্পতিবার (১৬ মার্চ) বিচারপতি মুজিবর রহমান মিঞার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

একইসঙ্গে ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের পারফরম্যান্স বোনাসও বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

এর আগে, গত বছরের ৩১ জুলাই ঢাকা ওয়াসায় উৎসাহ বোনাস বা পারফরম্যান্স আ্যওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন।

আইকে