ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


জিএম কাদেরের দুই মামলা খারিজের শুনানি শেষ, আদেশ ১৯ জানুয়ারি


১২ জানুয়ারী ২০২৩ ১১:২৫

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের বিরুদ্ধে দলটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ও বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধার করা পৃথক দুই মামলা খারিজের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে মামলা দুটি খারিজের আবেদনের ওপর বাদী ও বিবাদী পক্ষের শুনানি শেষ হয়।

জি এম কাদেরের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শেখ সিরাজুল ইসলাম, কলিমউল্যাহ মজুমদারসহ বেশ কয়েকজন আইনজীবী শুনানি শেষ করেন। শুনানি শেষে আদালত আগামী ১৯ জানুয়ারি আদেশ দেবেন বলে জানান।

জি এম কাদেরের আইনজীবী কলিমউল্যাহ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার দুপুরে রাঙ্গার মামলায় জি এম কাদেরের পক্ষে আংশিক শুনানি হয়। তবে বাদীপক্ষের আইনজীবীরা শুনানি না করে সময় চান। বিচারক তা মঞ্জুর করে ১১ জানুয়ারি দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা মামলা করেন।

আইকে