ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


লন্ডনে স্ত্রী ও দুই সন্তান হত্যায় বাংলাদেশির ৪০ বছরের জেল


৭ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৪২

লন্ডনের ইস্টহামে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে এক বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড (৪০ বছর) দিয়েছেন দেশটির আদালত।

গতকাল বৃহস্পতিবার মো. আব্দুল শাকুর (৪৬) নামের ওই ব্যক্তিকে এ সাজা দেন লন্ডনের দ্য ওল্ড বেইলি আদালত।

২০০৬ সালে ইস্ট হ্যামের নেলসন স্ট্রিটের বাড়িতে তাদের হত্যার পর একটি রেস্টুরেন্টের শেফ হিসেবে কর্মরত আব্দুল শাকুর লন্ডন থেকে পালিয়ে যান।

ঘাতক মো. আব্দুল শাকুর ১৯৯৯ সাল থেকে পূর্ব লন্ডনের ইস্টহামে স্ত্রী জুলি বেগমকে (২৬) নিয়ে বসবাস করতেন। ২০০৭ সালের জানুয়ারির শুরুতে ওই বাসার বেডরুম থেকে স্ত্রী ও দুই সন্তান তানহা খাতুন (৬) ও আনিকা খাতুনের (৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

আব্দুল শাকুর তাদের হত্যার পর পালিয়ে প্রথমে বাংলাদেশে পরে ভারতে গিয়ে আত্মগোপন করেন। দীর্ঘ তদন্তে পুলিশ নিশ্চিত হয় তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ২০১৯ সালের এপ্রিলে কমনওয়েলথের মাধ্যমে শাকুরকে যুক্তরাজ্যে ফেরত নিয়ে বিচারের মুখোমুখি করা হয়।

নতুনসময়/আইকে