সিটি নির্বাচনে লেমিনেটিং করা পোস্টার লাগানোর ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

সিটি নির্বাচনে আজ থেকে প্রার্থীদের লেমিনেটিং পোস্টার লাগানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।
একইসঙ্গে লেমিনেটিং পোস্টার উৎপাদন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সিটি করপোরেশন ও নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যে লেমিনেটিং পোস্টারগুলো লাগানো হয়েছে নির্বাচনের পর তা যথাযথভাবে সরিয়ে নিতে বলা হয়েছে।
বুধবার এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে হাই কোর্টের একটি স্বপ্রণোদিত হয়ে বেঞ্চ এ আদেশ দেন।
নতুনসময়/আইকে