ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


খালেদাকে ছাড়াই চলবে বিচার


২১ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৩

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কাজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই চানানো হবে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী ঢাকার ৫নং বিশেষ জজ মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।

এদিকে বৃহস্পতিবারও অস্থায়ী আদালতে উপস্থিত হননি খালেদা জিয়া। পরে কারা কর্তৃপক্ষ এক কাস্টডি ওয়ারেন্ট পাঠিয়েছে। কাস্টডি ওয়ারেন্টে বলা হয়েছে, খালেদা জিয়া আদালতে আসতে ‘অপারগতা’ প্রকাশ করেন।

অপরদিকে খালেদার আইনজীবীরা আদালতকে বলেছেন, খালেদা জিয়ার উপস্থিতি ছাড়া মামলার বিচার কাজ চলতে পারে না। আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেয়ার জন্য দিন ধার্য করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসানকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। রায়ের পর থেকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন তিনি।

এসএ