আশুলিয়ায় ৫২৪ বোতল ফ্রেন্সিডিলসহ আটক ৩

রিপন মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট: রাজধানীর অদূরে সাভার আশুলিয়া বাইপাইল মোড় থেকে র্যাব ওয়ানের অভিযানে পেয়ারা বোঝাই ট্রাক এবং ৫২৪ বোতল ফ্রেন্সিডিলসহ তিন জনকে আটক করেছে র্যাব।
র্যাব ওয়ানের নায়েব সুবেদার মো:ফজলুল বাড়ীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাপাই নবাবগঞ্জ এলাকা থেকে ছেড়ে আশা ট্রাক
আশুলিয়ার বাইপাইল মোড় নাভানা সিএনজি পাম্পের বিপুরিত মায়ের দোয়া স্টোরের সামনে থেকে ৮০০ কেজি পেয়ারা বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ৫২৪ বোতল ফ্রেন্সিডিল এবং তিনটি মোবাইলসহ তিন জনকে আটক করে থানায় হস্তানতর করা হয়।