গভীর রাতে পুলিশের অভিযানে সাত কেজি গাঁজাসহ যুবক আটক

দিনাজপুরের বিরামপুরে সাত কেজি গাঁজা, ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
আটক মো. রায়হান কবির (২১) উপজেলার সীমান্ত এলাকার দক্ষিণ দাউদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভগবতিপুর গ্রামের পাশে অবস্থান নেন পুলিশ। এ সময় পোটলায় করে গাঁজাবহনকালে ওই যুবকে ধাওয়া করে আটক করে। এ সময় তার কাছ থেকে সাত কেজি গাঁজা এবং ৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার কাটলা ইউনিয়নের ভগবতিপুর রাস্তার উপর অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবককে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোর্টে চালান দেয়া হয়েছে।