ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


মা ও দুই মেয়ের গলা কাটা লাশ উদ্ধার


২০ সেপ্টেম্বর ২০১৯ ০০:২৫

ফাইল ছবি

চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে। দুই শিশু কন্যাসহ মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা।

নিহতরা হলেন- ভাড়াটিয়া সুমন মিয়ার স্ত্রী নাসরিন (২৮), তার মেয়ে নুসরাত (০৬) এবং খাদিজা (০২)।এ ঘটনায় আহত আরেক মেয়ে সুমাইয়াকে (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার ছয় তলা একটি ভবনে এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ‘ফরেনসিক বিভাগের কর্মকর্তারা আলামত সংগ্রহের পর সংবাদকর্মীদের ওই বাড়ির ভেতরে প্রবেশ করতে দেয়া হবে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও বলা যাচ্ছে না।’