ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ঝালমুড়ির লোভ দেখিয়ে শিশু ধর্ষণ


২৫ আগস্ট ২০১৯ ২২:৩৮

ছবি প্রতিকী

নেত্রকোণার আটপাড়ায় মা-হারা এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি শুনই ইউনিয়নের মুনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ইছাইল গ্রামের দুলাল মিয়ার ছেলে ঝালমুড়ি বিক্রেতা মো. সাদ্দাম হোসেন (৩৩) শিশুটিকে ঝালমুড়ির লোভ দেখিয়ে পার্শ্ববর্তী রহমানের বাড়ির পেছনে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। পরে ধর্ষক সাদ্দাম দোকান ফেলে দৌড়ে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে আটপাড়া থানার এসআই আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চালান। তবে তাকে গ্রেফতার করা যায়নি।

রোববার ঘটনার সত্যতা স্বীকার করে আটপাড়া থানার এসআই আব্দুল কাদের জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। সাদ্দাম হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।