ঢাকা বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫, ২৭শে ভাদ্র ১৪৩২


৭ বছর অপেক্ষার পর মেয়ের ধর্ষককে খুন করলেন বাবা


৩১ মে ২০১৯ ০৫:৫০

৭ বছর অপেক্ষার পর ভারতের তামিলনাড়ুর থেনি জেলার চিন্নামান্নুরের ভেপ্পামপাত্তি রোডে মেয়ের ধর্ষককে খুন করলেন বাবা।

নিহত ব্যক্তির নাম রথিনাভেল পান্ডিয়ান। বয়স ৪০। নির্যাতিতা কিশোরীর বাবার নাম কোচাদাইয়ানে।

রথিনাভেল চিন্নামান্নুরের কাছে সিলায়ামপাত্তির বাসিন্দা ছিল সে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই অঞ্চলের নারকেল বাগানে গাছে ওঠার কাজ করত রথিনাভেল।

বুধবার অভিযুক্ত কোচাদাইয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশি তদন্তে জানা গিয়েছে নির্যাতিতা কিশোরীর পাড়াতেই থাকত রথিনাভেল পান্ডিয়ান। বিবাহিত ওই ব্যক্তির দুই সন্তানও আছে। পরিচিত হওয়ার সুযোগ নিয়েই কিশোরীকে ধর্ষণ করে সে।

এই ঘটনায় মানসিক অবসাদে আত্মহত্যার পথই বেছে নেয় সে।

তারপর থেকেই পান্ডিয়ান এবং কোচাদাইয়ানের মধ্যে অশান্তি লেগে থাকত।

তেমনই এক অশান্তির জেরে মঙ্গলবার কোচাদাইয়ান কুপিয়ে খুন করে মেয়ের ধর্ষককে।

গ্রেপ্তারের পর কোচাদাইয়ানকে জেলহাজতে রাখা হয়েছে।


নতুনসময়/এনএইচ