ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৫


১৩ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এক অজ্ঞাতপরিচয় বন্দুকধারী পাঁচজনকে গুলি করে হত্যা করেছে। পরে অবশ্য সেও আত্মঘাতী হয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার ব্যাকার্সফিল্ড শহরে দফায় দফায় গুলিতে ওই পাঁচজনকে হত্যা করা হয়।

এ বিষয়ে কার্ন কাউন্টির প্রশাসনিক প্রধান ডনি ইয়াংব্লাড জানান, অজ্ঞাত বন্দুকধারী একটি ট্রাকিং কোম্পানিতে প্রথমে তার স্ত্রী ও অন্য একজনকে হত্যা করে। এরপর আরেকজনকে ধাওয়া দিয়ে গুলি করে হত্যা করে। তারপর বন্দুকধারী ব্যক্তি আরেকটি আবাসিক ভবনে ঢুকে আরও দু’জনকে হত্যা করে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা তখন তাকে ধরতে গেলে নিজেই নিজেকে গুলি করে আত্বহত্যা করেন।

প্রশাসনিক প্রধান জানান, দফায় দফায় গুলির ঘটনা কেন ঘটলো তা নিরাপত্তা বাহিনী খতিয়ে দেখছে। তবে তদন্তের স্বার্থে ওই বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না। ঘটনাস্থল থেকে পুলিশ তার অস্ত্র উদ্ধার করেছে।

আইএমটি