ঢাকা বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২


ফণী'র পর আসছে ঘূর্ণিঝড় মহাসেন


১৭ মে ২০১৯ ০১:২৩

কয়েকদিন আগেই ধ্বংসযজ্ঞ চালিয়ে গেল ঘূর্ণিঝড় ফণী। ভারত ও বাংলাদেশে তাণ্ডব চালায় এটি। তবে যে শক্তি দিয়ে ভারতে আঘাত করেছিল তার চেয়ে অনেক কম শক্তি দিয়ে আঘাত করায় বাংলাদেশে ক্ষয়ক্ষতি কম হয়েছে।
ফণীর রেশ কাটতে না কাটতেই এবার ভারতে আসছে ঘূর্ণিঝড় মহাসেন। দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে মহাসেন আছড়ে পড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে।

মহাসেনের প্রভাব পড়বে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। এর প্রভাবে বজ্রপাতসহ ঝড় ও প্রবল বৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে বাতাস বইবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
ভারতের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় মহাসেন বাংলাদেশের চট্টগ্রামের কাছে খেপুপাড়া এবং টেকনাফের মধ্যে দিয়ে মিয়ানমারে প্রবেশ করবে। আগামী তিনদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে এরই মধ্যে সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষ ও প্রশাসনকে প্রাকৃতিক দুর্যোগের জন্য তৈরি থাকতে বলেছেন নাগাল্যান্ডের হোম কমিশনার টেমজেন টয়।


নতুনসময়/এনএইচ