ঢাকা মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২


ফণী'র আঘাতে লন্ডভন্ড বিমানবন্দর


৪ মে ২০১৯ ২৩:০৯

শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী শুক্রবার সকালে আঘাত হানে ভারতের ওরিষা অঞ্চলে। ফণীর আঘাতে নিহত হয়েছে ৯ জন। ওইদিন ফণীর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর।

ওড়িশা সরকার জানিয়েছে, ঝড়ের দাপটে বিপুল ক্ষতি হয়েছে বিমানবন্দরের যন্ত্রপাতির। ভুবনেশ্বর থেকে ৩৯টি উড়ান করা হয়েছে বাতিল।

আজ শনিবার (৪ মে) দুপুরের পর বিমান চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানা যাচ্ছে।

বিমানবন্দরে ঢোকার রাস্তায় হোর্ডিং-সহ একাধিক কাঠামো ভেঙে পড়েছে। পরে তা পে লোডার দিয়ে সরিয়ে ফেলা হয়। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা নাগাদ ভুবনেশ্বর বিমানবন্দরে ফণীর দাপট ছিল সবচেয়ে বেশি।

বিমানবন্দরের নামের হোর্ডিংয়ের অংশও ভেঙে গিয়েছে অনেক জায়গায়। ঝড়ের দাপটে বিমানবন্দরের কয়েকটি ঘরের ছাদ ও ভিতরেও একাধিক জায়গা ভেঙে গিয়েছে।

প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, ছাদ ও দেওয়ালের অংশ ভেঙে পড়েছে বলে একটি টুইট বিবৃতিতে জানিয়েছে ওড়িশা সরকার।


নতুনসময়/এনএইচ