ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


রাত হলেই হোস্টেলে শিশুর কান্নার আওয়াজ, ভয়ে আতঙ্ক ছাত্রীরা!


১১ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৭

ভারতের বাঁকুড়ার তালডাংরা পাঁচমুড়া এম কে হাই স্কুলের ছাত্রীদের হোস্টেলে রাত হলেই ধূপের গন্ধ, তার পরেই আচমকা ঢিল পড়তে শুরু। শুধু এখানেই ঘটনা শেষ নয় এত কিছুর মধ্যেও শুরু হয় ঘণ্টার শব্দ ও বাচ্চার কান্নার আওয়াজ।

তবে হোস্টেলে কিন্তু কোনও শিশুই নেই। তবে বেশ কিছুদিন ধরে এমনই অস্বাভাবিক কাজকর্ম চলছে হোস্টেল চত্বরে। ভয় পেয়ে হোস্টেল ছাড়তে শুরু করেছেন ছাত্রীরা।

বাঁকুড়ার এই হোস্টেলটিতে আবাসিক ৫০ জন ছাত্রী থাকেন। ছাত্রীদের দাবি, কয়েকদিন আগেই এক ছাত্রী অস্বাভাবিক আচরণ শুরু করেন। খবর পাওয়া মাত্রই ওই ছাত্রীর পরিবার তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু তার পরে থেকেই নাকি ভূতের উৎপাত শুরু হয়েছে। এমনটাই দাবি করেছেন হোস্টেলের ছাত্রীরা।

ছাত্রীদের মধ্যে থেকে ভূতের আতঙ্ক কাটানোর চেষ্টা করছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। তবে ভূতের আতঙ্কের রহস্য সমাধান এখনও হয়নি।

আরআইএস