ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে ১৩ জনকে গ্রেফতার


২৩ এপ্রিল ২০১৯ ০৫:১৩

ছবি সংগৃহীত

শ্রীংলকায় চার্চ ও হোটেলে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় ২ শতাধিক লোক নিহত হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ এই গ্রেফতারের ব্যাপারে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। রোববার ওই হামলা চালানো হয়। খবর বার্তা সংস্থা এএফপির।

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, কলম্বো ও এর আশপাশে দুটি এলাকা থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়।
সূত্রটি আরো জানায়, এই লোকগুলো একই চরমপন্থী দলের সদস্য।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, আটটি হামলার মধ্যে আত্মঘাতী হামলাকারীরা অন্তত দুটি হামলা চালিয়েছে।
পুলিশ সন্দেহভাজন হামলাকারীদের অবস্থান সম্পর্কে খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালানোর সময় আরেকজন আত্মঘাতী বোমা হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে তিন পুলিশ নিহত হয়।

নতুনসময় / আইআর