ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার কয়েকঘণ্টা পর আরও দুইটি বিস্ফোরণ


২২ এপ্রিল ২০১৯ ০১:৫২

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার কয়েকঘণ্টা পর আরও দুইটি বিস্ফোরণ হয়েছে। দেশটির রাজধানী কলম্বোর দেহিওয়ালা জেলার উপকূলের একটি ছোট্ট হোটেলে সপ্তমবারের মতো বিস্ফোরক হামলা হয়েছে। আরেকটি হামলা হয়েছে কলম্বোর দেমাতাগোদা জেলায়।

সপ্তম হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে অষ্টম হামলার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, এ পর্যন্ত আটটি বোমা হামলা হয়েছে শ্রীলঙ্কায়। দেহিওয়ালাও একটি হোটেলে হামলা হয়েছে। এ নিয়ে চারটি হোটেলে হামলা। এখানকার হোটেলটি একটি চিড়িয়াখানার বিপরীতে। এখানে দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকালে দেশটির তিন গির্জা এবং তিন হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলা হয়। এতে এ পর্যন্ত ১৫৬ জন নিহত এবং পাঁচ শতাধিকেরও বেশি মানুষ আহত হয়েছেন।

নতুনসময়/এনএইচ