ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত কাশ্মীরে, ২ পাইলট নিহত


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১০

ফাইল ছবি

কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান দ্বন্দ এখন তুঙ্গে। থেমে থেমে চলছে হামলা পাল্টা হামলা। ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে ওই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় পুলিশ।

জানা যায়, বিধ্বস্তের পরপরই বিমানটি দু’ভাগ হয়ে আগুন ধরে যায়। কাশ্মীরের বুদগাম শহরের গারেন্দ কালান গ্রামের একটি উন্মুক্ত মাঠে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

এখন পর্যন্ত আমরা দু’টি মরদেহ উদ্ধার করেছি জানিয়ে বুদগাম শহরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বলেন, ভারতীয় বিমান বাহিনীর প্রযুক্তিগত দল শিগগিরই ঘটনাস্থলে এসে পৌঁছাবে। কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে তাও খতিয়ে দেখা হবে।
এদিকে, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের আকাশসীমায় পাকিস্তানি যুদ্ধবিমান প্রবেশের খবর জানিয়েছে দেশটির সংবাদসংস্থা পিটিআই। জানা গেছে, ভারতের আকাশসীমায় পাকিস্তানের যুদ্ধবিমান এফ১৬ এর উপস্থিতি দেখতে পেয়েই সেটাকে লক্ষ্য করে গুলি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী।

তাছাড়া, এ ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর বিমানঘাঁটি গুলোকে সতর্ক করে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
/আনু